![](https://media.priyo.com/img/500x/https://channeli.b-cdn.net/wp-content/uploads/social-share-watermark/925372_social-share-watermark.jpg)
অস্কার ২০২৩: যা আছে জানার
চ্যানেল আই
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ১৫:২৬
আর মাত্র কয়েকদিন পরেই বসবে জমকালো অস্কারের আসর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেনে নিন এবছরের অস্কার সম্পর্কে কিছু তথ্য। অস্কার কখন? ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে আগামি রবিবার (১২ মার্চ)।
লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে প্রদান করা হবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই পুরস্কার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই অনুষ্ঠান। চলবে তিন ঘণ্টা। তার দুই ঘণ্টা আগে শুরু হবে রেড কার্পেট ইভেন্ট। বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল ৬টায় এই অনুষ্ঠান প্রচার শুরু হবে।