You have reached your daily news limit

Please log in to continue


সুষম-পুষ্টিকর খাদ্য নিশ্চিতে সরকার কাজ করছে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে। সোমবার (৬ মার্চ) ন্যাশনাল ফুড সেফটি ডের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন নিরাপদ, স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে। এটা শুধু আমাদের নিজেদের জন্যই নয়, খাদ্য রপ্তানিতে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নিরাপদ খাদ্য বিষয়টাকে নিশ্চিত করার এখন উপযুক্ত সময়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাওবিডির অপারেশন স্পেসিয়ালিস্ট ড্যানিয়েল ওয়াচিরা, ফাওবিডির দলনেতা জুলিয়ার মুছেমি ও ফাওবিডির সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজর জ্যাভিয়ের বৌয়ান, ফাওর অ্যাসিসটেন্ট রিপ্রেজেন্টেটিভ (প্রোগ্রাম) ড. নুর আহমেদ খন্দকার, ডিএনসিআরপির মহাপরিচালক এএইচএম শাফিকুজ্জামান, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার ও শেকৃবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন