খুলনায় কেমিকেল গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
খুলনা নগরীতে দীর্ঘদিন বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্যাক্টরির অভ্যন্তরে আগুনের সূত্রপাত ঘটে। কেমিকেলের ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় নগরীর অনেক এলাকা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির কেমিকেল গোডাউনে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে সদর দপ্তরের দুটি ও টুটপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টেশন অফিসার জানান, গোডাউনটিতে ম্যাচ তৈরির বারুদসহ বিভিন্ন প্রকার কেমিকেল রয়েছে। কেমিকেলে আগুন লাগার কারণে ব্যাপক ধোয়ার সৃষ্টি হয়েছে। তিনি জানান, এক মাস আগেও এই গোডাউনে আগুন লেগেছিল। তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
এদিকে আগুন লাগার পর নগরীর টুটপাড়া, মিয়াপাড়া, মৌলভীপাড়া, হাদিস পার্ক এলাকাসহ ৪-৫ কিলোমিটার এলাকা পুরোপুরি ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।