ব্রণ ভরা ক্ষত-বিক্ষত মুখে রং মাখতে ভয়? ত্বকের সমস্যার সমাধান হবে ৫ উপায়ে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১০:৪৭
ব্রণ তো মুখে আছেই, তার সঙ্গে রয়েছে উন্মুক্ত রন্ধ্রের সমস্যা। সেই ভয়ে তো আর রং খেলা বন্ধ থাকবে না। এ দিকে, মুখে নানা রকমের রং মাখার পর ত্বকের যে অবস্থা হবে, তা সামাল দেবেন কী ভাবে, সে কথা ভেবেও ভয় লাগছে। ত্বক এবং চুলের ক্ষতি এড়াতে অনেকেই ভেষজ রং ব্যবহার করেন। কিন্তু সকলের কাছেই যে এমন রং থাকবে, তার কোনও মানে নেই। রাসায়নিক দেওয়া ওই সব রং মেখে মুখে জ্বালা, র্যাশ হতেই পারে। তবে আগে থেকে কিছু বিষয় জানা থাকলে এই ধরনের সমস্যা এড়ানো যেতে পারে।
আরও পড়ুন: ৩ ঘরোয়া টোটকা: দোলের গাঢ় রং তুলতে মুখে আর ঝামা ঘষতে হবে না রং খেলার আগে এবং পরে ব্রণযুক্ত ত্বকের যত্নে কী কী করবেন?