বাড়ির যে ৫ স্থানে নিরাপত্তা ক্যামেরা বসাবেন

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১৪:২৮

ইদানীং অনেকে বাড়িতে নিরাপত্তা ক্যামেরা বসান। চোর ঠেকানো ছাড়াও এগুলো ডেলিভারি ট্র্যাক, অতিথিদের ওপর নজর রাখতে এবং বাইরে থাকার সময় ঘরে নজর রাখতে সাহায্য করে। তবে এই ক্যামেরাগুলোর কার্যকারিতা মূলত নির্ভর করে আপনি কোথায় সেগুলো স্থাপন করছেন তার ওপর। ভুল জায়গায় বসালে কিছু জায়গা ক্যামেরার নজর থেকে বাদ পড়ে যেতে পারে, অন্যদিকে কৌশলগত অবস্থান নিশ্চিত করে বাড়ির ভেতরে ও বাইরে—উভয় জায়গার গুরুত্বপূর্ণ কার্যকলাপের ছবি তুলতে পারবেন। আপনার সিস্টেম থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতে এখানে ৫টি গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হলো, যেখানে নিরাপত্তা ক্যামেরাগুলো স্থাপন করতে পারেন।


প্রধান দরজা


অনেকে মনে করেন, চোরেরা সব সময় লুকিয়ে থাকা দরজা দিয়ে ঢোকে, কিন্তু গবেষণা বলে অন্য কথা। এর বাইরেও এটি এমন জায়গা, যেখানে চুরি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। আপনার প্রধান প্রবেশপথে একটি ক্যামেরা স্থাপন করে, বাড়িতে প্রবেশকারী বা ত্যাগকারী প্রত্যেক ব্যক্তির ওপর নজর রাখতে পারেন—পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব থেকে শুরু করে ডেলিভারি কর্মী, শিশু পরিচর্যাকারী বা পরিষেবা প্রদানকারী পর্যন্ত।


ভিডিও ডোরবেলগুলো প্রধান দরজার জন্য বিশেষভাবে কার্যকর; কারণ, এগুলো দুইমুখী যোগাযোগ এবং কেউ এলে তাৎক্ষণিক সতর্কতা দেয়।

পেছনের এবং পাশের দরজা


প্রধান দরজা একটি গুরুত্বপূর্ণ স্থান হলেও পেছনের এবং পাশের দরজাগুলোও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিসংখ্যান থেকে জানা যায়, প্রায় ২২ শতাংশ চুরি পেছনের দরজা দিয়ে হয়। কারণ, এগুলো সাধারণত আড়াল করা থাকে। এই প্রবেশপথগুলো প্রতিবেশীদের বা পথচারীদের চোখে পড়ার সম্ভাবনা কম থাকায় চোরদের কাছে আকর্ষণীয়। এই দরজাগুলোতে ক্যামেরা স্থাপন করা নিশ্চিত করে যে কেউ যেকোনো উপায়ে আপনার বাড়িতে প্রবেশের চেষ্টা করলে সেটি দেখতে পাবেন।

গ্যারেজ এবং ড্রাইভওয়ে


গ্যারেজও চোরদের অন্যতম লক্ষ্য। কারণ, এখানে বাইক, টুলস, খেলার সরঞ্জাম এবং গাড়ির মতো মূল্যবান জিনিসপত্র রাখা হয়। আপনার গ্যারেজের দিকে মুখ করে একটি নিরাপত্তা ক্যামেরা রাখলে এই জিনিসগুলো নজরে থাকে এবং এটি বাড়ির দুর্বল প্রবেশপথগুলোর মধ্যে একটিতে সুরক্ষার অতিরিক্ত স্তর যোগ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও