![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-03%252Ff3d917db-63e8-4939-a846-52653497725c%252Fpeople_pic.JPG%3Frect%3D19%252C0%252C962%252C505%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
গ্রামে গ্রামে চারদিকে প্রতারণার ফাঁদ
দিনে দিনে দেশজুড়ে প্রতারণার ফাঁদ বেড়েই চলছে। অভিযোগ থাকলেও, নেই কোনো প্রতিকার। চারদিকে ভণ্ড-প্রতারকগণ প্রতারণার জাল পেতে বসে আছে। সেই জালে আটকা পড়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছেন।
যেমন, মুন্সিগঞ্জ আড়িয়ল ইউনিয়নের দামপাড়া গ্রামে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রবেশ করে এক ব্যক্তি ৩ লাখ টাকা ঋণ দেবে বলে আশ্বাস দেয়। কিস্তিতে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ২ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পেতে হলে গ্রহীতাকে প্রথমে অগ্রিম ১৫ হাজার টাকা জমা দিতে হবে। গ্রামের সহজ-সরল কিছু নারী বিশ্বাস করে তাঁকে টাকা দিতে থাকেন। যে যা পারে ওই ব্যক্তিকে টাকা দিয়ে দেন। সেই ব্যক্তি ব্যাংকের ঠিকানাও বলে দিলেন, যাতে তারা সেখানে গিয়ে ৩ লাখ টাকা উঠিয়ে আনতে পারেন। পরের দিন তারা সেখানে গিয়ে দেখেন অফিস, ব্যাংক কিছু নেই।