হলকার স্টেডিয়ামকে ডিমেরিট পয়েন্ট শাস্তি, ক্ষুব্ধ গাভাস্কার
গাভাস্কার-বোর্ডার সিরিজের তৃতীয় টেস্টে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বাজে পিচ বানিয়ে শাস্তি পেয়েছে ভারত। আইসিসির পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ভেন্যুটিকে ৩ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। ‘বাজে পিচ’ বলেও আখ্যা দেয়া হয়। আইসিসির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। বলেছেন, ‘এটি ভেন্যুটির অস্তিত্ব নিয়ে হুমকি।’
ভারতীয় একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন গাভাস্কার। বলেছেন, ‘ব্যাট করার জন্য এটি একটি কঠিন পিচ ছিল। আপনি স্কোর দেখে তা বুঝতে পারবেন। আমি মনে করি ৩ ডিমেরিট পয়েন্ট এ কারণে দেয়া ঠিক হয়নি। পিচ যদি খুবই কঠিন হতো তাহলে উসমান খাজা ও মার্নাস লাবুশেনের ৯৬ রানের জুটি গড়া সম্ভব হতো না। পিচে ব্যাট করা যদি অসম্ভব হতো তাহলে তৃতীয় দিনে ৭৭ রানের জুটি হতো না।’
‘পিচটি অবশ্যই কঠিন ছিল, ভারতের কাছে এর চেয়ে বেশি কী আশা করা যায়? আমার মনে পড়ছে না, নভেম্বর বা ডিসেম্বরে ব্রিসবেনে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে একটা টেস্ট হয়েছিল। সেটিও কিন্তু দুদিনে শেষ হয়েছিল। সেখানে পেসারদের বিপজ্জনক দেখা গেছিল। সেই পিচে গুরতর আহত হওয়ার সম্ভাবনাও ছিল।