ইরান-চীনের ‘সখ্যতা’ কি নতুন বৈশ্বিক মেরুকরণের অংশ
ডেইলি স্টার
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ০৮:৪৩
'কেন চীন সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি?'
গত ১৪ ফেব্রুয়ারি টাইম ম্যাগাজিনে প্রকাশিত এমন এক শিরোনামের প্রতিবেদনে জানানো হয়, ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট চীন সফর করলেন।
ইরানের সঙ্গে চীনের সম্পর্ক সুপ্রাচীন হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের পশ্চিমমুখী নীতির কারণে তা নানান চড়াই-উৎরাই অতিক্রম করেছে। ইসলামি বিপ্লবের পরেও বেইজিং-তেহরান সম্পর্কে কোনো নাটকীয় পরিবর্তন দেখা যায়নি।
মধ্যপ্রাচ্যে চীন ইরানের শত্রু-মিত্র সবার সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ইস্যুতে চীন অবস্থান নিয়েছে নিজের সুবিধা বুঝে। দেশ ২টি সব সময়েই নিজেদের 'বন্ধু' বলে ঘোষণা দিলেও বাস্তবতার নিরিখে সেই বন্ধুত্ব কতটা জোরালো তা নিয়ে বিশ্লেষকদের ভিন্ন মত আছে।