![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/03/online/facebook-thumbnails/stive-smith-samakal-64008ca59fc54.jpg)
অলআউট ভারত, অজিরা পেল ৭৬ রানের লক্ষ্য
সমকাল
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১৮:০১
ইন্দোরে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের দুই ইনিংসেই ধসে গেছে ভারত। প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল রোহিত শর্মার দল। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থেকে তুলেছিল ১৯৭ রান।
অজিরা প্রথম ইনিংস থেকে নিয়েছিল ৮৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ভারত ১৬৩ রানে অলআউট হয়েছে। লিড শোধ করে প্রথম দুই টেস্টে পরাজিত হওয়া অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৭৬ রানের লক্ষ্য দিয়েছে। তৃতীয় দিন জয়ের লক্ষ্যে নামবে সফরকারীরা। ইন্দোরে প্রথম ইনিংসে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার কুনিম্যান ও ডানহাতি অফ স্পিনার নাথান লায়ন।