কোমর ছাপানো লম্বা ও ঘন চুল পাবেন আপনিও, ৪ ঘরোয়া টোটকাতেই লুকিয়ে আসল ম্যাজিক
eisamay.com
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১৭:৪০
Daily Hair Care: ত্বকের যত্ন নেওয়ার মতোই চুলের যত্ন করাও জরুরি। কিন্তু সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে চুলের হাল দিন -দিন বেহাল হতে শুরু করে। একসময় গিয়ে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ডগা চেরা চুল নিয়ে নাজেহাল হতে হয়। দূষণ, রোদও কিন্তু এর জন্য দায়ি হয়ে থাকে।
অনেকের অতিরিক্ত পরিমাণে চুল উঠতে থাকে। আবার কারও কারও চুলের স্বাভাবিক বৃদ্ধি যেন থমকে যায়। ছোট চুলও যেমন দেখতে ভালো লাগে, আবার ঘন ও লম্বা চুল পাওয়ার ইচ্ছেও আমাদের অনেকের মধ্য়েই থাকে। দ্রুত লম্বা ও ঘন চুল আপনি কী ভাবে পাবেন? ঘরোয়া পদ্ধতিতেই কি এই সমস্যা সমাধান সম্ভব? (ছবি- istock)