বয়স ৩০ পেরলেও সন্তান গ্রহণ করেননি? এই বয়সেও ফার্টিলিটি বজায় রাখার টিপস জেনে নিন বিশেষজ্ঞের থেকে
eisamay.com
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১৭:৩৯
কেরিয়ার আমাদের সব। এই কেরিয়ারের জন্যই তো সেই কাকভোরে উঠে আমরা কাজে লেগে পড়ি। নাওয়া-খাওয়া নেই। শুধু কাজ আর কাজ। সংসার, স্বাস্থ্য সব ভুলে যাচ্ছি। পুরুষ ও মহিলা দুই দলই এই জীবনযাত্রায় অভ্যস্ত।
এই প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: জয়তী মণ্ডল জানালেন, কেরিয়ারের পিছনে সকলেই ছুটছেন। এটা খারাপ কিছু নয়। তবে বয়স ৩০ পেরনোর পর মহিলারা কনসিভ করলে কিছু সমস্যা দানা বাঁধতে পারে। তাই আন্তজার্তিক নারী দিবসের আগে অবশ্যই সমস্যার সবদিক জেনে নেওয়া জরুরি।
তিনি আরও জানালেন, কেরিয়ারের চাপে ৩০ বছরের পরই বহু মহিলা সন্তান ধারণ করছেন। এমনকী ৪০-এ গিয়েও অনেকে কনসিভ করছেন। বেশি বয়সে কনসিভ করলে শরীরে এই কয়েকটি সমস্যা দেখা দিতে পারে-