স্মার্টওয়াচ কেনার আগে যে ৬টি বিষয় দেখে নেওয়া জরুরি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১৭:০২
স্মার্টওয়াচের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ছোট-বড় সবাই ঝুঁকছেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচে। কেউবা নিতান্তই শখের বসে, কেউবা আবার প্রয়োজনে ব্যবহার করছে স্মার্টওয়াচ। বেশির ভাগ স্মার্টওয়াচেই স্বাস্থ্য, স্পোর্টস সম্পর্কিত ফিচারের সঙ্গে আছে জিপিএস ও ব্লুটুথ কলিং সুবিধা। তবে স্মার্টওয়াচ কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা উচিত। নিচে এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো—
স্বাচ্ছন্দ্যে পড়া যাচ্ছে কি না
স্মার্টওয়াচ কেনার সময় প্রথমেই ক্রেতার দেখা উচিত এটি স্বাচ্ছন্দ্যে পড়তে পারছেন কি না। হাতে স্মার্টওয়াচ ঠিকভাবে ফিট হচ্ছে কি না সেটাও দেখে নেওয়া প্রয়োজন। অনেক সময় স্মার্টওয়াচ খুব ভারী হয়ে গেলে পরতে অসুবিধা হয়। এ ছাড়া, যাদের হাত অনেক বেশি ঘামায়, তাদের সুবিধাজনক বেল্ট দেখে নেওয়া উচিত।