‘আর্জেন্টিনায় মানিয়ে নেওয়াটা জামালের জন্য কঠিন হবে’
কাতার বিশ্বকাপ ফুটবলের সময় মেসিদের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার মানুষকে অভিভূত করেছে। উন্মাদনায় নতুন মাত্রা পেয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। পাশাপাশি দুই দেশের মধ্যে ‘ফুটবল উন্নয়ন বিনিময়’ শুরু হতে যাচ্ছে। এই তো রিভার প্লেটের কর্মকর্তারা ঢাকায় এসে একাডেমি করার দিকে আগ্রহ দেখিয়েছেন।
এদিকে আবার বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সেখানকার দক্ষিণের ভিয়েদমা শহরের অন্যতম ক্লাব সো দা মায়োতে খেলতে জোর তৎপরতা শুরু করে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সেখানে খেলার সুযোগ হলেও মানিয়ে নেওয়াটা কতটুকু সহজ হবে- এ নিয়ে ঘোরতর সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি।২০০৫ সাল থেকে বাংলাদেশের ফুটবলটাকে হাতের তালুর মতো করে চেনেন ক্রুসিয়ানি। লাল-সবুজ দলের দায়িত্ব পালনের পর আবাহনী লিমিটেডের হয়ে ডাগ আউটে ছিলেন। মাঝে বড় বিরতি দিয়ে গত মৌসুমে তো সাইফ স্পোর্টিংয়ে কোচিং করিয়েছেন।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- কাতার বিশ্বকাপ
- লিওনেল মেসি