![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fair-plane-20230301173154.jpg)
অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালু বিমানের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ১৭:৩১
অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তন সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যে যাত্রীরা বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনবেন, তারা অনলাইনে এই সেবা পাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। টিকিট কেনার সময়ে ব্যবহৃত কার্ড অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি ব্যবহার করে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে।