ইরানে স্কুলে যাওয়া ঠেকাতে মেয়েদের বিষপ্রয়োগ
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি ভয়ঙ্কর এক তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন, কওম নগরীতে নারীশিক্ষা বন্ধ করতে স্কুলে পড়ুয়া মেয়েদের বিষপ্রয়োগ করা হয়েছে।
এনডিটিভি জানায়, গতবছর নভেম্বর থেকে মূলত রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় কওম নগরীতেই স্কুলে পড়ুয়া শত শত মেয়ে শ্বাসযন্ত্রে বিষপ্রয়োগের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
ইচ্ছাকৃতভাবেই যে এই বিষপ্রয়োগ করা হচ্ছে সে বিষয়টি গত রোববার পরোক্ষোভাবে নিশ্চিত করে জানিয়েছেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি।