সাতদিন ব্যাটারি ব্যাকআপ দেবে নয়েজফিটের হালো ওয়াচ

বণিক বার্তা প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫০

সম্প্রতি ভারতের বাজারে ওয়্যারেবল সেগমেন্টে নয়েজফিট চালু করেছে নয়েজ। বর্তমানে ব্যান্ডটি নয়েজফিট হালো নামের নতুন স্মার্টওয়াচ বাজারজাত শুরু করেছে। এতে কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে এবং এর মূল্য ৫ হাজার রুপির নিচে। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো একবারের চার্জে ডিভাইসটি সাতদিন ব্যাকআপ দেবে। খবর গিজমোচায়না।


বোট, রিয়েলমি, শাওমি, ওয়ানপ্লাস, ডিজোসহ বাজারে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে নয়েজফিট। নয়েজফিট হালো স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ৪৬৬×৪৬৬ পিক্সেল। এতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার রয়েছে। ব্যবহারকারী স্ক্রিনে হাত রাখার মাধ্যমে ডিসপ্লে বন্ধ করতে এবং একবার ট্যাপ করার মাধ্যমে চালু করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও