রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদীতে নিখোঁজ সুষ্মিত সাহার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মোহনপুর নৌপুলিশের কাছে ওই শিক্ষার্থীর মরদেহ রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে।