You have reached your daily news limit

Please log in to continue


আসল চ্যালেঞ্জ নিতে এক বছরে কতটা তৈরি হল ইসি

“মানুষের জীবনটাও চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে হবে না, মোকাবেলা করতে হবে”- এক বছর আগে সিইসির দায়িত্ব নেওয়ার পর এমনটাই বলেছিলেন কাজী হাবিবুল আউয়াল।

তারপর গত এক বছরে স্থানীয় সরকার আর সংসদের কয়েকটি আসনে উপ-নির্বাচন করে এখন দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছে হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন।

আর সেই নির্বাচনটি সব দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে করাটাই যে এই ইসির আসল কাজ, তা মনে করিয়ে দিলেন নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম।

এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে সংসদ নির্বাচন হতে পারে। তবে নির্বাচনকালীন সরকার প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য না থাকায় সেই ভোটে সবার অংশগ্রহণের ইঙ্গিত এখনও মেলেনি।

সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন প্রণয়নের পর সার্চ কমিটির মাধ্যমে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক সচিব হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচ কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। এ ইসির অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক জেলা জজ রাশেদা সুলতানা এমিলি, সাবেক সচিব মো. আনিছুর রহমান ও সাবেক ইসি সচিব মো. আলমগীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন