ভারতে কর্মীদের নির্ভয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিবিসি প্রধানের

ঢাকা পোষ্ট ভারত প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩২

ভারতে কর্মীদের নির্ভয়ে সংবাদ পরিবেশন করতে বলেছেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির মহাপরিচালক টিম ডেভি। সংস্থাটির ভারতীয় সংবাদকর্মীদের উদ্দেশ্যে লেখা এক ইমেইলে তিনি একথা বলেন।


টিম ডেভি বলেছেন, বিবিসি নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে। দুই দশক আগে ভারতের গুজরাটে সংঘটিত দাঙ্গায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসির একটি ডকুমেন্টারিকে ঘিরে নানা ঘটনাপ্রবাহের পর সংস্থাটির মহাপরিচালকের কাছ থেকে এই মন্তব্য সামনে এলো।



বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ডকুমেন্টারি প্রকাশের পর দিল্লি আর মুম্বাইতে বিবিসির দপ্তরে ভারতের আয়কর বিভাগের তল্লাশির পর বৃহস্পতিবার রাতে বিবিসির ভারতীয় সংবাদকর্মীদের কাছে এই ইমেইলটি আসে।



বিবিসি জানিয়েছে, তারা ওই তদন্তে আয়কর বিভাগের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। সংবাদমাধ্যমটি বলছে, ভারতে বিবিসির কর্মীরা যে সাহস দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ দিয়ে টিম ডেভি বলেছেন- নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও