১০০ কোটি টাকার জমি কাজে লাগানোর উদ্যোগ নেই
চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়। এখানে ২৭ কাঠার একটি জমি প্রায় ৯৪ কোটি টাকায় ক্রয় করেছিল কর্ণফুলী গ্যাস (কেজিডিসিএল)। উদ্দেশ্য ছিল সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণ করা। কিন্তু জমি কেনার ৬ বছরেও কোনো ভবন নির্মাণ করতে পারিনি কর্তৃপক্ষ। অথচ ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতাই সম্পন্ন হয়েছে। রয়েছে ৩৭ তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদনও। সংশ্লিষ্টরা মনে করছেন জমিটিতে বাণিজ্যিক ভবন নির্মাণ হলে কোম্পানির ৫ হাজার ৬০০ কোটি টাকা আয় হতে পারত। দীর্ঘদিন খালি পড়ে থাকায় এখন রাতে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে জায়গাটি।
২০১৭ সাল থেকে কেজিডিসিএলের চারজন ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন হয়। কিন্তু জায়গাটির উন্নয়নের বিষয়ে কেউ পদক্ষেপ নেননি। দায়িত্ব নেওয়ার পর প্রত্যেক ব্যবস্থাপনা পরিচালক বাণিজ্যিক ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি দিলেও, কেউ এখনো উদ্যোগ নেননি। কী কারণে ভবন নির্মাণ হচ্ছে না, সে বিষয়েও স্পষ্ট উত্তর নেই কেজিডিসিএল কর্তৃপক্ষের। এতে হতাশা বিরাজ করছে কোম্পানিতে কাজ করা কর্মচারীদের মধ্যে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জমি
- অব্যবহূত জমি
- জমি বিক্রি