You have reached your daily news limit

Please log in to continue


ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আজ (শুক্রবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জস বাটলারের নেতৃত্বাধীন দলটি। জানা গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে এসেছে ইংলিশরা।

নতুন মুখ তৌহিদ হৃদয় আজ সারাদিন বিশ্রাম নেবেন সফরকারী দলের ক্রিকেটাররা। শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবেন তারা। আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় গড়াবে দিবারাত্রির ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আরও পড়ুন: বাংলাদেশ সফরে ইংল্যান্ডের দল ঘোষণা, এক চমক বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর একমাস আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডজস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, পিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড। টি-টোয়েন্টি স্কোয়াডজস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, ডেভিড মালান, আদিল রশিদ, পিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড, বেন ডাকেট, উইল জ্যাকস ও ক্রিস জর্ডান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন