
অশান্তি সৃষ্টি করতে কাদের সাহেবরা শান্তি মিছিল করছেন : আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি যখন কোনো কর্মসূচি ঘোষণা করে তখন কাদের সাহেবরা শান্তি মিছিল করছেন। মূলত শান্তি মিছিলের নামে আওয়ামী লীগ দেশে অশান্তি করছে।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, সারা দেশ আজ কারাগার। এই সরকারের কাছে আমরা কিভাবে দাবি জানাব। তারা তো দস্যু। তারা এসেছে লুট করতে। পাকিস্তান সরকার এই দেশে অনেক অপশাসন করেছে। কিন্তু সম্পদ লুট করেনি। আর এ সরকার দেশের সব সম্পদ লুট করে, ডলার লুট করে বিদেশে পাচার করেছে।
সেতুমন্ত্রী ওবাদুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, কাদের সাহেব আমাদের চেয়ারম্যান ও মহাসচিবকে নিয়ে কোনো কথা বলতে গেলে দাঁত ব্রাশ করে নেবেন ও চেহারা আয়নায় দেখিয়ে নেবেন। আপনি সবসময় বলেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা বলব, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।