৭০ মিলিয়ন ব্যবহারকারীর প্রথম পছন্দ অপো রেনো সিরিজ

সমকাল প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৭

বিশ্ব বর্তমানে প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রতিফলন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। এই ক্রমবর্ধমান প্রযুক্তি-নির্ভর বিশ্বে স্মার্টফোন খাতে অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও ভিন্নধর্মী চিন্তা নিরব বিপ্লব নিয়ে আসছে। এই বিপ্লবে সময়োপযোগী প্রযুক্তি, ফ্ল্যাগশিপ ফোন ও চমৎকার সব ডিভাইস নিয়ে আসার মাধ্যমে অবদান রেখে যাচ্ছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। ‘ইনস্পিরেশন অ্যাহেড’ দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্র্যান্ড হিসেবে অপো স্মার্ট জীবনের অভিজ্ঞতা প্রদানে প্রযুক্তির দুনিয়াই নেতৃত্ব দিয়ে যাচ্ছে এবং এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। বছরের পর বছর ধরে অপো ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে তাদের অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করে আসছে।


বিশ্বব্যাপী অপো’র অন্যতম সফল ও খুব জনপ্রিয় স্মার্টফোন সিরিজ হলো রেনো সিরিজ, যা অর্থবহ প্রযুক্তিগত উদ্ভাবনের একটি উত্তম উদাহরণ এবং ব্যবহারকারীদের জীবনে অবদান রাখছে। ২০১৯ সালে রেনো সিরিজ চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী রেনো সিরিজ বেশ প্রশংসিত হয়েছে এবং বর্তমানে এই সিরিজের ৭০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী আছে। দ্রুত পরিবর্তনশীল স্মার্টফোন মার্কেট সম্পর্কে গভীর ধারণা ও স্মার্ট প্রযুক্তি উদ্ভাবনে অপো’র প্রয়াসের কারণে রেনো সিরিজ সবার মাঝে বেশ সাড়া ফেলেছে।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও