কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি

বাংলা নিউজ ২৪ গাজা প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৩

অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে অভিযানের নামে ইসরায়েলি আগ্রাসনে ১১ ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে গাজা উপত্যকা থেকে ইহুদি রাষ্ট্রটিতে রকেট হামলা চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে এখন গাজায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল।


আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযানের কয়েক ঘণ্টা পর গাজা থেকে হামলা হয়। তার কিছুক্ষণ পর থেকে গাজার উত্তরে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।


বুধবার (২২ ফেব্রুয়ারি) ইসরায়েলি অভিযানের পর গাজা থেকে কোন গোষ্ঠী হামলা চালিয়েছে, তা পরিষ্কার নয়। দায়ও স্বীকার করেনি কোনো সংগঠন। এ অবস্থায় কারও অবস্থান চিহ্নিত না করেই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।


ফিলিস্তিন থেকে ইসরাইলি শহর সেডরোট ও অ্যাশকেলনে হামলার ঘটনাটি ঘটে। তার আগে শহরে সাইরেন বাজানো হয়।


ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ভোরে দক্ষিণাঞ্চলীয় শহর দুটিতে ফিলিস্তিন থেকে মোট ছ’টি রকেট ছোড়া হয়। পাঁচটি রকেটকে আটকে দেয় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী। একটি রকেট পড়ে খোলা মাঠে।


তারপর গাজার উত্তর ও মধ্যাঞ্চলে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি আল জাজিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও