![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252Fbc0f9efd-6737-4e48-8f89-619b4222f15e%252F7.jpg%3Frect%3D0%252C0%252C1920%252C1008%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2023-02%252F665c3b00-1c02-41d7-9437-8ea22d5bc597%252FGPI_2_7814X543__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
মায়ের শাড়িতে স্বরার বিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২
বলিউডে যেন তারকা বিয়ের মেলা বসে গেছে। গত জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। বরও কম বিখ্যাত নন; ভারতের জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুল। এ মাসেই বিয়ে করেছেন আরেক তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ১৬ তারিখে বিয়ে করেছেন আরেক অভিনেত্রী স্বরা ভাস্কর। পাত্র রাজনীতিবিদ ফাহাদ আহমেদ। অবশ্য এখনো বড় করে অনুষ্ঠান করেননি তাঁরা। তবে স্বরা জানিয়েছেন, সে ইচ্ছা আছে ষোলো আনা। ছবিতে ছবিতে তাঁদের বিয়ের গল্পই জানা যাক।
স্বরা ও ফাহাদ বিয়ের জন্য আইনগত আবেদন করেছিলেন গত ৬ জানুয়ারি। সে প্রক্রিয়াই শেষ হয় ১৬ ফেব্রুয়ারি। সেদিন স্বরা পরে যান মায়ের মেরুন রঙের শাড়ি। গয়নাগুলোও মায়েরই। স্বরার শাড়ির সঙ্গে মিলিয়ে সাদা পাঞ্জাবির ওপরে লাল কটি পরেন ফাহাদ। বন্ধু-স্বজনদের উপস্থিতিতে দুজনে সারেন বিয়ের কাগজপত্রের আনুষ্ঠানিকতা।
- ট্যাগ:
- লাইফ
- বিয়ের শাড়ি
- স্বরা ভাস্কর