You have reached your daily news limit

Please log in to continue


ট্রায়াল রুমের আয়না দেখে সন্দেহ জাগছে? তাহলে যাচাই করুন...

কেবল ট্রায়াল রুমেই নয়, আরও অনেক সংবেদনশীল জায়গাতেই আয়না থাকে। যেমন পাবলিক বাথরুমে। সেগুলো সাধারণ আয়না না হয়ে যদি দ্বিমুখী হয়, তবে ভীষণই চিন্তার বিষয়। দুমুখী আয়না বলতে যেগুলোর একপাশে সাধারণ আয়নার মতো থাকে। কিন্তু অন্য পাশটা সাধারণ কাচের মতো। সে পাশ দিয়ে দেখা যায় অন্য পাশে কী হচ্ছে। সাধারণত বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের কক্ষে এগুলো ব্যবহার করা হয়। সে ঘরের একপাশে হয়তো আয়না বসানো। আসলে সেটা বাইরে থেকে অপরাধীর ওপর নজর রাখার জন্য লাগানো।

এখন সে রকম আয়না যদি কেউ খারাপ উদ্দেশ্যে অন্য কোথাও বসিয়ে রাখে, বুঝবেন কী করে? তাই জেনে নিন কীভাবে এগুলোকে সাধারণ আয়না থেকে আলাদা করে চিনবেন।

আয়নার অবস্থান

আয়নাটা কোথায় কীভাবে বসানো হয়েছে, খেয়াল করুন। দ্বিমুখী আয়না সাধারণত দেয়াল কেটে বসানো থাকে। ঝোলানো থাকলে সাধারণ আয়না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও পেছনটা দেখলেই সন্দেহ দূর হয়ে যাবে

আলো কতটা উজ্জ্বল

দ্বিমুখী আয়না দিয়ে দেখার জন্য অন্য পাশের আলো প্রায় ১০ গুণ উজ্জ্বল হতে হয়। তাই সন্দেহ হলে আপনি যে পাশে আছেন সেখানে আলোর ব্যবস্থা কেমন খেয়াল করুন। বাতিগুলো যদি প্রয়োজনের তুলনায় উজ্জ্বল হয়, তাহলে আপনার সন্দেহ সত্যি হতেও পারে।

পরীক্ষা করুন হাত দিয়ে

নিশ্চিত হতে হাতে হাতে পরীক্ষা করুন। দুহাত জড়ো করে আয়নার সামনে একটা টানেলের মতো বানিয়ে তাতে মুখ চেপে ধরুন। তাতে আপনার চোখের সামনে একটা অন্ধকার জায়গা সৃষ্টি হবে। দ্বিমুখী আয়না হলে অন্য পাশের দৃশ্য আবছা দেখা যাওয়ার কথা।

ফোনের সার্চলাইট কাজে লাগান

আয়নাটা দুমুখী কি না বুঝতে কাজে লাগাতে পারেন আপনার ফোনের সার্চলাইট। সে জন্য প্রথমে বাতি নিভিয়ে দিন। তারপর সার্চলাইট জ্বেলে আয়নার ওপর চেপে ধরুন। এতে অন্যপাশের খানিকটা হলেও আলোকিত হয়ে দেখতে পারার কথা।

টোকা দিয়ে শুনুন শব্দ

আঙুলের টোকা দিয়ে দেখুন কেমন শব্দ হয়। সাধারণ আয়না দেয়ালের সঙ্গে লাগানো থাকে। ফলে ভোঁতা শব্দ হবে। আর দ্বিমুখী আয়না হলে অন্য পাশ ফাঁকা থাকবে। ফলে খোলা জায়গার শব্দ পাবেন।

আঙুলের প্রতিচ্ছায়া ধরে দেখুন

তবে সবচেয়ে জনপ্রিয় আঙুলের প্রতিচ্ছায়া ধরা পরীক্ষা। সাধারণ আয়নায় আপনি কখনোই আপনার আঙুলের ছায়া ধরতে পারবেন না। মাঝে কিছুটা ফাঁক থাকবেই। যেটা দ্বিমুখী আয়নায় সেটা সহজেই ধরতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন