বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন
সম্প্রতি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এত বেশি সাংবাদিকের উপস্থিতি দেখা যায়নি গতকাল চন্ডিকা হাথুরুসিংহের অফিসিয়াল সংবাদ সম্মেলনে যেমন ছিল। এ থেকে একটা জিনিস বোঝা যায়, জাতীয় দলের প্রধান কোচের কাছে বড় প্রত্যাশা সবার।
২০১৭ সালে অপেশাদারের মতো বাংলাদেশের চাকরি ছেড়ে শ্রীলঙ্কায় পাড়ি দেওয়া হাথুরুসিংহেকে পাঁচ বছর পর ফেরানোর পেছনেও তো রয়েছে সেই স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। কোচের সঙ্গে বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের স্বপ্নের কথা বলেও দিয়েছেন। এ বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চান তিনি।
হাথুরুসিংহেও ভালো করেই জানেন, বিসিবি কী চায় তাঁর কাছে। বিশ্বকাপে ভালো ফল বয়ে আনা এবং সাকিব, তামিম-উত্তর বাংলাদেশ দলটাকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা। চার সিনিয়র ক্রিকেটার বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে যাতে খেই হারিয়ে না ফেলে বাংলাদেশ, সে চ্যালেঞ্জ জয় করতেই হাথুরুসিংহের নতুন করে ফেরা।