চীনে খনি ধস, আটকা অন্তত ৫৭

কালের কণ্ঠ চীন প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪০

উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে বুধবার একটি কয়লা খনি ধসে কমপক্ষে ৫৭ জন আটকা পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন টুইটারে জানিয়েছে, ঘটনাটি অঞ্চলের পশ্চিম অংশের আলক্সা লিগে ঘটেছে।

এদিকে খনি থেকে তিনজনকে বের করে আনা হয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। তাদের মধ্যে দুই জনের ‘কোন গুরুত্বপূর্ণ আঘাত’ দেখা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।


রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, জিনজিং কোল মাইনিং কম্পানি পরিচালিত একটি শ্যাফটের ‘বিস্তৃত এলাকা’ জুড়ে একটি ধসের ঘটনা ঘটেছে। তারা বলেছে, ‘অনেক কর্মরত কর্মী এবং যানবাহন চাপা পড়েছে।’


প্রসঙ্গত, গত ডিসেম্বরে দেশটির উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে একটি সোনার খনিতে ৪০ জন মানুষ কাজ করার সময় ধসের ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালে উত্তর শানসি প্রদেশের একটি প্লাবিত কয়লা খনি থেকে ২০ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছিল এবং দুজনের মৃত্যু হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও