এক চার্জে ১৫০ ঘণ্টা চলবে যে ইয়ারফোন
দিন দিন স্মার্ট গ্যাজেট জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ওয়্যারলেস হেডফোন, চার্জার, ইয়ারবাডগুলো সবার কাছেই প্রিয়। তারের ঝামেলা নেই সেই সঙ্গে ছোট্ট হওয়ায় সহজেই পকেটে বা ব্যাগে বহন করা যায়। গানপ্রেমীদের কাছে তাই তো প্রথম পছন্দ ট্রু ওয়্যারলেস হেডফোন।
এবার বোট রকারজ ট্রিনিটি নিয়ে এলো নতুন একটি নেকব্যান্ড। যেটি এক চার্জে ১৫০ ঘণ্টা পর্যন্ত লাইফ টাইম অফার করবে। ফলে ট্যুরে গেলে চার্জ নিয়ে আর চিন্তা করতে হবে না। ইচ্ছামতো গান শুনতে পারবেন। ওজনে অনেক হালকা হওয়ায় দীর্ঘক্ষণ কানে পরে থাকতে পারবেন। ঘাড়ে থাকলেও খুব বেশি সমস্যা হবে না।
নেকব্যান্ডটিতে কন্ট্রোলের জন্য় বোতাম রয়েছে। ফলে খুব সহজেই গান পরিবর্তন করা, ভলিউম বাড়ানো কমানোর কাজটি করতে পারবেন। ক্রিস্টাল বায়োনিক সাউন্ডের উন্নত অডিও প্রযুক্তি দেওয়া হয়েছে। যা হাইফাই ডিএসপিতে কাজ করে। সঙ্গে দেওয়া হয়েছে একটি ১০ মিমি ড্রাইভার, যা ব্যবহারকারীকে সুন্দর অডিও অভিজ্ঞতা দেবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্ট গ্যাজেট
- ইয়ারবাড