বাংলা ভাষার অ্যাপ
দেশ রূপান্তর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২
মায়ের ভাষা বাংলাকে সবার কাছে আরও বেশি সহজ এবং ব্যবহার উপযোগী করে তুলতে রয়েছে বিভিন্ন জনপ্রিয় অ্যাপ। যা ভাষা শেখা, বার্তা আদান-প্রদান এবং ভাষা খোঁজার কাজে ব্যবহার হয়। বাংলা লেখার জন্য নিত্যনতুন অ্যাপ আছে। চলছে বাংলা ভাষাকে আরও প্রযুক্তিবান্ধব করার প্রচেষ্টা। লিখেছেন অনিন্দ্য শোভা
অভ্র : অনলাইনে বাংলা লেখালেখির জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে অমিক্রোনল্যাবের ডেভেলপ করা অভ্র। ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে অভ্র সংস্করণ পাওয়া যায়। জনপ্রিয় এই অ্যাপের আইওএস সংস্করণের পাশাপাশি ১০তম সংস্করণ পার করেছে। উচ্চারণ রীতিতে লিখতে সক্ষম প্রথম বাংলা সফটওয়্যার এটি। ম্যাক কম্পিউটারের স্বাচ্ছন্দ্যে এটি কাজ করে।