![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252Fef0ff22b-359b-4a98-acc1-087a6c9e9811%252FBEST_IMAGE_EDITED_.jpg%3Frect%3D0%252C269%252C3682%252C1933%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে চলছে ডিবিএল গ্রুপ
প্রথম আলো
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৭
প্রবাসীরা বিদেশবিভুঁইয়ে যখন কোনো শপিং মলে পোশাক কিনতে যান, তখন পোশাকের নির্দিষ্ট ট্যাগ দেখে অনেকেরই চোখ ছলছল করে। কারণ, ‘মেড ইন বাংলাদেশ’—বিশ্বজুড়েই একটি সুপরিচিত ট্যাগ।
এটি শুধু একটি দেশের প্রতিনিধিত্ব করে না, একই সঙ্গে অসংখ্য দেশের আস্থার প্রতীক হিসেবেও স্বীকৃতি দেয়। বিশ্বের পোশাক-চাহিদা মেটানোর জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছেন হাজার হাজার পোশাক কারখানার প্রায় ৪০ লাখ শ্রমিক, যাঁদের অধিকাংশই নারী। তাই বাংলাদেশ পরিণত হয়েছে তৈরি পোশাক খাতে (আরএমজি) বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে। আর এই অনন্য অর্জনে গর্বিত অংশীদার দেশের অন্যতম শীর্ষস্থানীয় ‘ডিবিএল গ্রুপ’।