নাক-ঠোঁট বদলে ফেলা থেকে বোটক্স, আরও সুন্দর হয়ে উঠতে কী করছেন সুন্দরীরা?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৯
বলিউডে কৃত্রিম ভাবে সুন্দর হওয়ার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কখনও ‘নোজ জব’ আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে দেওয়া ‘লিপ জব’— চাহিদার কোনও শেষ নেই। সব সময়ে যে সমস্ত অস্ত্রোপচার সফল হয়েছে, এমনটাও নয়। বিভিন্ন বলিসুন্দরীরা বিভিন্ন সময় প্লাস্টিক সার্জারি করিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। তবে এখন কেবল তারকারা নন, সাধারণের মধ্যেও বাড়ছে কৃত্রিম ভাবে শরীরের বিভিন্ন অঙ্গকে সুন্দর করে তোলার চাহিদা।
‘আমেরিকান অ্যাকাডেমি অফ ফেশিয়াল প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি’-র একটি রিপোর্ট অনুযায়ী, ৭৫ শতাংশ প্লাস্টিক সার্জানের স্বীকার করেছেন যে, তাঁদের ৩০ বছরের নীচে গ্রাহক সংখ্যা অনেকটাই বেড়েছে। নিউ ইয়র্কের প্লাস্টিক সার্জন অ্যাসলে আমালফি জানিয়েছেন যে, এখন তাঁর কাছে যাঁরা আসেন, তাঁদের মধ্যে এক তৃতীয়াংশই হল তরুণ সম্প্রদায়।