ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক রেখেই পরীক্ষা পদ্ধতি সংস্কারের সিদ্ধান্ত

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৪

পরীক্ষা পদ্ধতির সংস্কার, কার্যকরের সময় বৃদ্ধি ও পাসের নম্বর কমালেও প্রমোশনের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক রেখে আগে জারি করা সার্কুলারের অবস্থানেই থাকছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।  


সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।


বৈঠকসূত্র জানায়, সোমবারের বৈঠকে প্রতি বিষয়ে পাস নম্বর ৫০ শতাংশ থেকে কমানোর আলোচনা হয়েছে।  পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব বাধ্যতামূলক করার বিষয়টি এক বছর পেছানো হতে পারে। আর সবচেয়ে বেশি ফেল করা বিষয় অ্যাকাউন্টিংকে বাধ্যতামূলক থেকে ঐচ্ছিক করা হবে। এখন দুই পর্বে ৬০০ করে মোট ১ হাজার ২০০ নম্বরের পরীক্ষা হয়।


ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় হলে প্রকাশ্যে বই দেখে লেখালেখির মতো বিষয় নিয়ে সমালোচনা হয় বৈঠকে। এ জন্য ডিপ্লোমা পরীক্ষাকে নকলমুক্ত করতে প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের রাখা যেতে পারে বলেও পরামর্শ আসে। প্রয়োজনে ব্যাংকিং ডিপ্লোমার নাম পরিবর্তন করে সিলেবাস আরও বাস্তবভিত্তিক করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও