গুলশানে আগুন: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে দুজন

বাংলা নিউজ ২৪ গুলশান ২ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৪

রাজধানীর গুলশানের একটি ভবনে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার করা দুজনকে ছাড়পত্র দিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তারা হলেন- মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)


সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের ছুটি দেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল।


তিনি বলেন, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে আরও দুই পুরুষ ও এক নারী ভর্তি হয়। এরমধ্যে দুই ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের শরীরে দগ্ধতার কোনো চিহ্ন পাওয়া যায়নি। পাশাপাশি শ্বাসনালীতে বার্ন ছিল না। তবে তাদের ভেতরে আতঙ্ক কাজ করছিল। তারা সুস্থ থাকায় চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া হয়েছে।  


তবে শামা রহমান সিনহাকে (৩৭) ভর্তি রাখা হয়েছে। তিনি আইসিইউতে আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত নন। তার শ্বাসনালী পুড়েছে ও লাফ দেওয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও