চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতন: ওসি ও এসআই'র বিরুদ্ধে মামলার আবেদন

বার্তা২৪ চট্টগ্রাম প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৮

চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ওসি ও এক এসআইয়ের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।


সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে মামলাটির আবেদন করা হয়।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেফতার হওয়া আলোচিত ২৩ বছর বয়সী সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিম বাদী হয়ে মামলাটির আবেদন করেন।


আবেদনে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন (৪২) ও উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজকে (৩৮) বিবাদী করা হয়েছে।


মোস্তাকিমের আইনজীবী অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহ্সান বলেন, পাঁচলাইশ থানা হেফাজতে সৈয়দ মো. মোস্তাকিমকে নির্যাতনের অভিযোগে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এবং এসআই আবদুল আজিজের বিরুদ্ধে হেফাজত নিবারণ আইনে মামলার আবেদন করা হয়েছে।


বাদী সৈয়দ মো. মোস্তাকিম এর জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না, আদালত সে বিষয়ে সিদ্ধান্ত দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও