![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252Fc5cf19be-9766-419f-92e2-f41e105ba1cc%252F1___portugal_golden_visa.jpg%3Frect%3D44%252C0%252C971%252C510%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
‘গোল্ডেন ভিসা’ বন্ধ করে দিল পর্তুগাল
‘গোল্ডেন ভিসা’ প্রকল্প বন্ধ করে দিয়েছে পর্তুগাল সরকার। আবাসনসংকটের মধ্যে পড়ে এ ঘোষণা দিয়েছে দেশটি।
২০১২ সালে পর্তুগালে চালু হয়েছিল গোল্ডেন ভিসা। এ প্যাকেজের আওতায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নাগরিক নন, এমন কেউ পর্তুগালে আবাসন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগ করলে তাঁকে ইইউ পাসপোর্ট দেওয়া হতো। চালু করার পর থেকে প্রায় ৩০ হাজার বিদেশি নাগরিককে পর্তুগালে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গোল্ডেন ভিসা