সূর্যালোকে বর্ণমালা
নতুন সূর্যের কমলা রঙের আভা যখন পুব আকাশে, তখন সিলেটের একটি টিলায় ফুটে ওঠে বর্ণমালার বাগান। উঁচু-নিচু খাড়া সরু দেয়ালের মধ্যবর্তী ফাঁকা জায়গায় সাজানো বাংলা বর্ণ। সারা দিন সূর্যের আলো ঠিকরে পড়ে বর্ণমালার ওপর। বর্ণমালা-বন্দনায় সাজানো এই স্থাপনা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। এর নাম রাখা হয়েছে ‘সূর্যালোকে বর্ণমালা’।
সূর্য সত্য, ভাষা সত্য, বর্ণমালা সত্য। সেই সত্যের আলোর নিচে প্রায় ২০ ফুট উঁচু একটি টিলায় নির্মিত হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক এই শহীদ মিনার। ক্যাম্পাসের ভেতরে ঢুকলে কারও নজর এড়ায় না। সিঁড়ি বেয়ে যত ওপরে উঠবেন, ততই নয়ন জুড়াবে। এই শহীদ মিনারের মূল চত্বরে গেলে ক-খ-গ-ঘসহ বাংলা ভাষার যত প্রতীক আছে, সেগুলো কিছু সময়ের জন্য হলেও আপনার আশপাশে ঘুরে বেড়াবে।
শহীদ মিনারটির অবস্থান বিশ্ববিদ্যালয়ের নতুন ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের মাঝখানে, লেকের পাশে ছোট্ট টিলার ওপর। ২০১৫ সালের শুরুর দিকে এই শহীদ মিনারের নির্মাণকাজ শুরু হয়। লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি রাজন দাশ শহীদ মিনারটির নকশা করেছেন। তিনিই এই শহীদ মিনারের নামকরণ করেছেন ‘সূর্যালোকে বর্ণমালা’।