স্ত্রী বেহিসেবি খরচ করেন? এভাবে সামলে নিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬

জীবনসঙ্গী হয়ে গেলে পরস্পরের প্রতি অধিকারও চলে আসে। একজনের টাকায় অন্যজনের অধিকার থাকেই। আপনার পকেট থেকে টাকা হাওয়া করে দেওয়াটাও স্ত্রীর অধিকারের মধ্যেই পড়ে! কিন্তু এমন যদি হয় যে সে কেবল বেহিসেবি খরচ করে যাচ্ছে, তখন সতর্ক হতে হবে। কারণ বেহিসেবি খরচ করতে থাকলে কোনো সংসারেই উন্নতি হয় না। চলুন জেনে নেওয়া যাক এমন পরিস্থিতি সামাল দেওয়ার উপায়-


সমস্যা লুকিয়ে রাখবেন না


অনেক পুরুষ থাকেন যারা বিভিন্ন সমস্যার কথা স্ত্রীর কাছে লুকিয়ে রাখেন। এমনকী আর্থিক সমস্যা থাকলে সেক্ষেত্রেও তারা এমনটা করেন। স্ত্রী হয়তো না জেনেই অযথা খরচ করেন। এদিকে তার লাগাম টেনে না ধরলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই সমস্যা থাকলে তা লুকিয়ে রাখবেন না। সে যে ভুল করছে তা তাকে বুঝিয়ে বলুন। তাকে শুধরে যাওয়ার সুযোগ দিন। এতে সেও হিসেব করে চলতে শিখবে।


তাকে বুঝিয়ে বলুন


পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে জানাই স্মার্টনেস। আপনার স্ত্রীকে সব ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার অভ্যাস করতে শেখান। তবে তার সঙ্গে মারমুখী আচরণ করবেন না। খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলুন। মনে রাখবেন, আপনি যেমন ব্যবহার করবেন, তেমনটাই ফেরত পাবেন। তাই আপনি চিৎকার করলে উল্টো দিক থেকেও চিৎকারই শুরু হবে। ঝগড়া-ঝাটি কখনো শান্তি আনতে পারে না। তাই ঠান্ডা মাথায় বুঝিয়ে বলাই হলো বুদ্ধিমানের কাজ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও