কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বামী-স্ত্রী বাইরে কাজে, ঘরে বিদ্যুৎস্পৃষ্টে ২ সন্তানের মৃত্যু

বিডি নিউজ ২৪ ধুনট প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।


শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে ধুনট থানার এসআই আব্দুল আজিজ জানান।

নিহত দুই শিশু হলো- ভুতবাড়ী গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম (৭) এবং মুস্তাফিজ (৫)।


ভাণ্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং লিটনের প্রতিবেশী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, লিটন ও তার স্ত্রী ঘরে দুই সন্তানকে রেখে বাইরে তালা দিয়ে কাজ করতে যান। কাজ থেকে ঘরে ফিরে দেখেন দুই সন্তান মাটিতে পড়ে আছে।

“তাদের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি দুটি ছেলেই মারা গেছে এবং তাদের গায়ে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।”


ধুনট থানার এসআই আব্দুল আজিজ বলেন, “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তারা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্টে তারা মারা গেছে।“


তিনি আরও বলেন, “প্রতিদিনই বাবা-মা তাদের তালাবদ্ধ রেখে কাজে যেতেন। ধারণা করা হচ্ছে, তারা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও