![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252Fbeaf8985-5653-478f-901e-0bcb71f6a059%252F20230215151427_862.jpeg%3Frect%3D0%252C36%252C430%252C242%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ মেনেজেস প্রথম দল দেবেন ৩ মার্চ
প্রথম আলো
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২
বিশ্বকাপ–ব্যর্থতার পর ব্রাজিল দল আবার মাঠে নামবে ২৫ মার্চ। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে পড়ার পর দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। আগামী মাসে মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচে তাই ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন নতুন কোচ।
মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াতে যাওয়া সেই নতুন কোচ রামন মেনেজেস অবশ্য নেইমার–ভিনিসিয়ুসদের স্থায়ী গুরু নন। স্থায়ী হিসেবে কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন মেনেজেস।
- ট্যাগ:
- খেলা
- কোচ
- দল ঘোষণা
- ব্রাজিল ফুটবল দল