ইউরোপে গ্যাসের মূল্য কমে ১৮ মাসে সর্বনিম্ন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩০
অবশেষে ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে। অঞ্চলটিতে গ্যাসের দাম কমে ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। তাই মনে করা হচ্ছে, ইউরোপ কিছুটা হলেও সংকট এড়াতে পেরেছে। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানির দাম বেড়ে আকাশচুম্বী হয়। খবর সিএনএনের।
ইন্ডিপেনডেন্ট কমোডিটি ইন্টেলিজেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেঞ্চমার্ক পাইকারি গ্যাসের দাম কমে প্রায় পাঁচ শতাংশ। এতে প্রতি মেগাওয়াট ঘণ্টার মূল্য দাঁড়ায় ৪৯ ইউরো বা ৫২ মার্কিন ডলার, যা ২০২১ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গত বছরের আগস্টে এর মূল্য বেড়ে দাঁড়িয়েছিল ৩২০ ইউরো।