নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে: ১২ দলীয় জোট
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে ১২ দলীয় জোট। এসময়ে জোট নেতারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
শনিবার বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে আজাদ প্রোডাক্টসের গলি দিয়ে কালভার্ট রোড হয়ে আবার বিজয়নগর পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে, খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ গ্যাস ও জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়।জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, প্রশাসন ও পুলিশবাহিনী দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ, মিছিল মিটিং করতে দিচ্ছে না।