ইবি হলে ছাত্রী নির্যাতন: ভুক্তভোগীর বক্তব্য শুনবে হল কর্তৃপক্ষ

বিডি নিউজ ২৪ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৭

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রীর ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বক্তব্য শুনবে হল প্রশাসন।


এদিকে ভুক্তভোগী ওই ছাত্রীকে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদত হোসেন।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহাদত হোসেন বলেন, “হল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শনিবার সকালে তদন্ত কমিটি ভিকটিম ছাত্রীর সঙ্গে কথা বলবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধিসম্মত সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ।”


দেশরত্ন শেখ হাসিনা হলের অতিথি কক্ষে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ১২ ফ্রেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত ওই কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও