![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252F16e64ac8-39e9-4c16-87a6-600a3a962fbe%252FLead_pic1.png%3Frect%3D0%252C94%252C1318%252C692%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
পুরোনো ল্যাপটপে ঝুঁকছেন ক্রেতারা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩২
নতুন ল্যাপটপ কম্পিউটারের দাম বাড়ার পাশাপাশি আর্থিক সংকটের কারণে অনেকেই এখন পুরোনো ল্যাপটপ কিনছেন। রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ পুরোনো ল্যাপটপ বিক্রির দোকানগুলোতে ঢুঁ মারছেন।
চাহিদা এবং সাধ্যের সমন্বয় হলেই কিনে ফেলছেন পছন্দের ল্যাপটপ। এমনই এক দোকানে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী রাজীব হোসেনের সঙ্গে। পুরোনো ল্যাপটপ কেনার কারণ তুলে ধরে তিনি বলেন, ‘ল্যাপটপ ছাড়া এখন দৈনন্দিন কাজ করা কঠিন। কিন্তু একটা ভালো মানের নতুন ল্যাপটপ কিনতে অনেক টাকার দরকার। তাই অল্প দামে পুরোনো ল্যাপটপ কিনতে এসেছি। এতে টাকাও কিছুটা বাঁচবে আবার কাজও চলবে।’