করোনার ভবিষ্যৎ প্রভাব
করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষ শুধু মারাত্মক স্বাস্থ্যঝুঁঁকির সম্মুখীনই হয়নি; তাদের জীবন-জীবিকাও সংকটে পড়েছে। তাদের অধিকাংশ করোনার চেয়েও জীবিকা নিয়ে বেশি বিচলিত। তারা বলেছে, করোনায় বাঁচলেও অভাবে বাঁচা কঠিন।
জীবন চালিয়ে নিতে মধ্যবিত্তরা সঞ্চয়ে হাত দিতে বাধ্য হয়েছে- এমন সংবাদ আমরা দেখেছি। অনেকে রোজগার হারালেও সরকারি-বেসরকারি কোনো সংস্থার সহায়তা পায়নি, এমন সংবাদও জানা গেছে। করোনা সংকটে সবচেয়ে বিপদে পড়েছে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা অনানুষ্ঠানিক খাতে কাজ করত কিংবা ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। তাদের অনেকের আবার জীবিকা থাকলেও মাসিক আয় হ্রাস পেয়েছে ব্যাপকভাবে।