![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-02%2F54de3a9c-59c7-4241-b916-1a1b694bb855%2Fnasum_ahmed_taijul_islam_170223_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
‘টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়’ নাসুমের বদলে তাইজুল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৬
একজন দলে সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। আরেকজন দল থেকে বাইরে যাওয়ার পর ফেরার মতো উল্লোখযোগ্য কিছু করতে পারেননি। তবু জায়গা বদল হলো দুই বাঁহাতি স্পিনারের। ওয়ানডে দল থেকে বাদ পড়লেন নাসুম আহমেদ, ফিরলেন তাইজুল ইসলাম। এই পরিবর্তনের পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন টিম ম্যানেজমেন্টের চাওয়ার কথা।
ইংল্যান্ডের বিপক্ষে আগামী মাসের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ দলে আনা হয়েছে এই পরিবর্তন। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাসুম। দলে ফেরানো হয়েছে তাইজুলকে।
বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলে ১০ ওভারে ৫৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাসুম। টি-টোয়েন্টিতে তিনি বাংলাদেশ দলের নিয়মিত মুখ হলেও ওয়ানডেতে সুযোগ সেভাবে পাননি।