ফেনী থেকে মুছে যাচ্ছে সবশেষ সিনেমা হলের স্মৃতিচিহ্ন
সত্তর বছর আগে ফেনীতে প্রথম প্রতিষ্ঠিত সিনেমা হলটি ভাঙার মধ্য দিয়ে মুছে যাচ্ছে এই জেলার সিনেমা হলের শেষ স্মৃতিচিহ্ন। হলটি ভেঙে সেখানে নির্মাণ করা হবে বহুতল বিপণি ভবন।
সপ্তাহ খানেক আগে 'দুলাল সিনেমা হল' ভাঙা শুরু হয়, যার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫২ সালে।
একের পর এক সিনেমা দর্শকবিমুখ হওয়ায় দুলাল সিনেমা হল বন্ধের কারণ বলে জানিয়েছেন হলটির অন্যতম পরিচালক আবুল কালাম শফি উদ্দীন আহমেদ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংস্কৃতি
- সিনেমা হল
- বহুতল ভবন
- অপরিচ্ছন্ন