গবেষণা থামাতে হয়েছিল মাঝপথে, ৫০ বছর পর ফের তা শুরু করে ‘পিএইচডি’ হলেন ৭৬ বছরের বৃদ্ধ
এক, দু’দশক নয়! গুনে গুনে ৫০টি বছর পর পিএইচডি-র গবেষণা সম্পূর্ণ করলেন ৭৬-এর নিক অ্যাক্সটেন।
১৯৭০ সালে পিটস্বার্গ বিশ্ববিদ্যালয়ে রীতিমতো বৃত্তি পেয়ে ‘ম্যাথামেটিক্যাল সোশিয়োলজি’-তে পিএইচডি করতে ভর্তি হয়েছিলেন নিক। কিন্তু পাঁচ বছর পর কোনও কারণে তা বন্ধ করে দিতে হয় মাঝপথেই। নিক ফিরে আসেন লন্ডনে। সেই অসম্পূর্ণ পাঠ শেষ করতে আবার ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। আরও পড়ুন: টাকা, কার্ড লাগবে না, মুখ দেখালেই করা যাবে কেনাকাটা! কোথায় গেলে মিলবে এমন সুবিধা?
ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে নিক অ্যাক্সটেন ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। সেখানে তিনি বলেছেন, “জীবনের কিছু মিষ্টি অঙ্কের হিসাব মেলাতে কেটে যায় জীবনের অর্ধেকটা সময়। যেমন এ ক্ষেত্রে লাগল ৫০টি বছর।” ৫০ বছর পর শেষমেশ পিএইচডি সম্পূর্ণ করতে পেরে উচ্ছ্বসিত নিক। তিনি বলেন, “পিএইচডি করা খুব কঠিন। কিন্তু এই যাত্রার অভিজ্ঞতা অসাধারণ। আবার যদি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই, আমার খুব ভাল লাগবে।