ভারতের ‘দুঃখজনক’ আচরণে আইসিসির হস্তক্ষেপ চাইলেন অস্ট্রেলিয়ার হিলি
নাগপুর টেস্টে ভারতের ঘূর্ণিজালেই ফেঁসে গেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭৭ রানে গুঁড়িয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। বাজে ব্যাটিং প্রদর্শনীতে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তারা হেরেছে ইনিংস ও ১৩২ রানে।
সিরিজের এখনো তিনটি টেস্ট বাকি। সেই তিন টেস্টেও নাগপুরের মতো উইকেট তাদের অপেক্ষা করছে কি না, কে জানে! আরও একবার স্পিনের সামনে পড়ে যাতে ভুগতে না হয়, সে জন্যই পরের ম্যাচগুলোর আগে নাগপুরের স্পিনিং উইকেটে বাড়তি একটু অনুশীলন করে নিতে চেয়েছিলেন প্যাট কামিন্সরা। নাগপুরের স্থানীয় কিউরেটররা অস্ট্রেলীয়দের সেই পরিকল্পনায় বাদ সাধায় ক্ষুব্ধ ইয়ান হিলি আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন।
তিন দিনে হেরে যাওয়া প্রথম টেস্ট শেষে দিল্লি রওনা হওয়ার আগে নাগপুরের ওই পিচে এক সেশন ব্যাটিং অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া দল। সেটা তারা কর্তৃপক্ষকে জানিয়েও রেখেছিল। কিন্তু অনুশীলন সেশনে ঘণ্টা কয়েক আগে তাদের সেই পরিকল্পনা বাতিল করতে হয়। কারণ, স্থানীয় কিউরেটররা আগের দিন পিচে পানি দিয়ে ফেলে।
- ট্যাগ:
- খেলা
- ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ