কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মাইক্রোসফটের বিং অ্যাপ নামানোর হিড়িক

গত সপ্তাহে ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি নিজেদের বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে মাইক্রোসফট। এর পর থেকেই বিং সার্চ ইঞ্জিন অ্যাপ ডাউনলোডের হিড়িক পড়েছে। চ্যাটজিপিটি প্রযুক্তি যুক্তের ঘোষণার পর বিং অ্যাপ ডাউনলোডের হার ১০ গুণ বেড়েছে বলে জানিয়েছে অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান ডেটা ডট এআই৷

ডাউনলোডের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অ্যাপ স্টোরে সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষ ছয়ে উঠে এসেছে বিং সার্চ ইঞ্জিন। শুধু তা–ই নয়, বিনা মূল্যে ডাউনলোড করা অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে অ্যাপটি। অথচ এক সপ্তাহ আগেও তালিকায় ১৬০তম অবস্থানে ছিল বিং অ্যাপ।

উল্লেখ্য, বিং অ্যাপে চ্যাটজিপিটির চ্যাটবট সুবিধা এখনো প্রিভিউ পর্যায়ে রয়েছে। শুধু তা–ই নয়, নিবন্ধনকারীদের সুবিধাটি পরখ করার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। মাইক্রোসফট জানিয়েছে, পর্যায়ক্রমে নিবন্ধনকারীদের চ্যাটবট পরখ করার সুযোগ পাবেন। ফলে অ্যাপটির ডাউনলোডের হার বেড়েই চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন